কাঁকড়া কিভাবে সঙ্গী নির্বাচন করে জানেন? পুরুষ কাঁকড়া বিপরীত লিঙ্গের মেয়ে কাঁকড়াটি কে আকর্ষণ করার জন্য খুব বড় সড় একটা গর্ত (ঘর) তৈরি করে। এরপর সেই গর্তটিকে নানা রকম রঙিন পাথর দিয়ে সাজায়। মেয়ে কাঁকড়াটি যে ঘর পছন্দ করে সেই ঘরের পুরুষ কাঁকড়াটির সাথে জুটি বাঁধে।
পাখি কিভাবে সঙ্গী নির্বাচন করে জানেন ?
স্ত্রী পাখিটি খেয়াল করে কোন পুরুষ পাখিটি সব থেকে জোরে কিচির-মিচির করতে পারে । তার জন্য সব থেকে সুন্দর কণ্ঠে গান গাইতে পারে কোন জন। কোন পুরুষ পাখিটি সুনিপুণ ভাবে বাসা বানাতে পারে। যার মধ্যে এই গুন গুলো থাকবে স্ত্রী পাখিটি গিয়ে তার সঙ্গী হয়।
প্রাচীনকালে যখন বিবাহ প্রথা ছিল না, তখন মেয়েরা কিভাবে তাদের সঙ্গী নির্বাচন করতো জানেন? গোত্রের মাঝে যে পুরুষটি সব থেকে বেশি শক্তিশালী এবং সবার নেতা হিসাবে বিবেচিত। সুন্দরী মেয়েরা তাকেই স্বামী হিসাবে গ্রহন করতে চাইতো।
প্রকৃতি কখনো অযোগ্যদের হাতে ভালো জিনিস তুলে দেয় না। মেয়েটা যদি এই কারনে আপনার সাথে ব্রেকাপ করে চলেও যায় তাহলে ব্যাপারটা খুবই স্বাভাবিক। আপনার চোখে হয়তো মেয়েটি লোভী, পাষাণী, নোংরা। আপনার সংজ্ঞায় সে ভালোবাসাকে বিক্রি করেছে।
যে জিনিসটার দিকে আপনি আঙ্গুল তুলে বিচার করেন নাই, সেটা হলো আপনার "অযোগ্যতা''। আপনি নিজের অযোগ্যতাকে এড়িয়ে যেতে পারেন না। আপনার অযোগ্যতা তাকে প্রতারক হতে বাধ্য করেছে। আপনার অনিশ্চিত ভবিষ্যৎ তাকে সুনিশ্চিত একটা ভবিষ্যৎ চিন্তা করতে বাধ্য করেছে। আপনার অপরিপক্বতা তাকে পরিপক্ব করেছে।
আপনার যেমন সুন্দরী বউ না হলে চলবে না, ঠিক তেমনি সুনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার না পেলে সে আপনার সাথেও থাকতে চাইবে না। আজকাল শুধু ভালবাসলেই হয় না। সাথে "আরো কিছু'' লাগে ।
অযোগ্য হয়ে কারো সাথে প্রেম করার চেয়ে যোগ্য হয়ে কারো থেকে রিজেক্ট হওয়া হাজার গুনে ভালো....!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন