মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

তোমাকেই এখনো খুঁজি-

অসীমের মাঝে আমি কি খুঁজে পাই জানো? -তোমাকে!
রংধনুর সবকটি রঙ দিয়ে সন্ধ্যার আবীর মেশানো আকাশে আমি কি লিখতে চাই জানো? -তোমার নাম!
এই নির্জন পুকুরপাড়ে বসে আজো আমি তোমার অস্তিত্ব অনুভব করি, হারিয়ে খুঁজি তোমাকে।
আজ আমার সময়গুলো
ভয়ঙ্কর নির্জন আর অসহায়।
তুমিহীনা প্রতিটি ক্ষণ,
এক একটি দীর্ঘ বছরের
চেয়ে  কোনো অংশে কম নয়।
তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো
হাতছানি দিয়ে ডাকে আমাকে।
লক্ষ্যের পেছনে দুরন্ত সাহসী হয়ে
এখনো ছুটে বেড়াই আমি।
এর প্রেরণাটুকু যোগায়
তোমার ভালোবাসা। ..
আমি কখনো জানতে চাইবো না, আমাকে কতটুকু ভালোবেসেছিলে?
কিন্তু জেনে রেখো,
তোমাকে ভালোবেসে যে পাগল হয়ে যেতে চেয়েছিল সে আমিই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...