সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

অনুভূতির চিঠি-

আমার অনুভূতিগুলো আমি তোমাকে কখনোই ঠিক করে বুঝাতে পারিনা। কেমন মায়াবী ভাললাগায় তুমি আমার স্বপ্নগুলো ভরে দাও তা হয়তো তুমি কখনো জানবেনা। আমার চোখের জলে তোমার নীল ওই আকাশের বুকে কেমন বৃষ্টি ঝরাই তুমি হয়তো কখনো বুঝতে পারবেনা । কালো ফ্রেমের চশমায় তোমার ভীষণ সরল ওই চোখের দৃষ্টি আমার কি যে ভাল লাগে তোমাকে হয়তো কখনো জানানো হবেনা। তুমি জানো না  কিন্তু আমার টবের গাছগুলোও তোমাকে জানে, চুপিচুপি তোমাকে নিয়ে কত্ত গল্প আর ভালবাসার কাহীনি আমি লিখি শুধু আমার ডাইরির ছিড়ে ফেলা পাতা আর জানালায় বসে থাকা পাখি গুলোই জানে । তোমাকে হয়তো কখনোই বলা হবে না কড়া রোদের মাঝে হেটে হেটে আমি তোমাকে কতটা ভেবেছ। বলা হবেনা মাঝরাতের অন্ধকার প্রহরগুলোয় আমি তোমাকে নিয়ে চিঠি লিখি অসম্ভব ভালবাসায় মোড়ানো নিশ্চুপ আবেগের এলোমেলো চিঠি। চিঠির লিখাগুলো ঝাপসা হয়ে যায় আমার চোখের চোখের জলে তবুও তোমাকেইতো লিখি আমার অনুভূতির চিঠি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...