ভুলে যেও
ভুলে যেও ভুল, আঙুলে আঙুল
ভুলে যেও।
মাশকারা দুল, এলোকেশী চুল
ভুলে যেও।
ভুলে যেও গান, বৃষ্টিতে স্নান
ভুলে যেও।
মনে মনে মন, চেনা রিংটোন
ভুলে যেও।
ভুলে যেও চিঠি, কাটা চেড়া খাম
পাশাপাশি কখনো যে ছিলাম
ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও।
ভুলে যেও আমায় যত্ন করে থমকে গেলে হাওয়া।
ভালবাসার আরেক নাম হয়তো ভুলে যাওয়া।।
ভুলে যেও পাখি, ঘুম হারা আখি
ভুলে যেও।
অনাগত দিন, চেনা চেনা রিং
ভুলে যেও।
ভুলে যেও মেঘ, আকাশের নীল
কাপা কাপা ঠোট, গালের ঐ তিল
ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও।
ভুলে যেও আমায় যত্ন করে থমকে গেলে হাওয়া।
ভালবাসার আরেক নাম হয়তো ভুলে যাওয়া।।
পাশাপাশি চলা, কত কথা বলা
ভুলে যেও।
কবিতার পাতা, নোটবুক খাতা
ভুলে যেও।
ভুলে যেও ঘাস, ভোরের শিশির
ঘুম ঘুম চাঁদ, জোছনা নীশির
ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও।
ভুলে যেও আমায় যত্ন করে থমকে গেলে হাওয়া।
ভালবাসার আরেক নাম হয়তো ভুলে যাওয়া।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন