রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

স্বপ্নগুলো বড্ড এলোমেলো!

মানুষ কত রকমের স্বপ্ন দেখে
নানান রঙের নানান ঢঙ্গের স্বপ্ন। সেই স্বপ্নগুলোর কোন আগা নেই- মাথা নেই, শেষ নেই, শুরু নেই!  স্বপ্নগুলো থাকে অন্তহীন সীমানা ছাড়া ।

কিছু কিছু স্বপ্ন একদম বুকের কাছটা ঘেঁষে থাকে
আবার কিছু কিছু অনেক দুরের ওই তারাগুলোর মতো!
ছুতে চাইলেও ছোঁয়া যায়না।

তবে স্বপ্নগুলো যেমনি হউক স্বপ্ন হচ্ছে তার মালিকের মনে প্রতিচ্ছবি মাত্র ।
কিন্তু আমার স্বপ্নগুলো এমন অচেনা হয় কেন ?
প্রতিবারই মনে হয় এই সপ্নগুলো বুঝি আমার না ।
অন্য কারো স্বপ্ন আমার চোখের তারায় ভাসছে তাই দেখছি ।

আমার স্বপ্নগুলো এতো এলোমেলো কেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...