রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

কিছু ভালবাসা বুকের মাঝে লুকিয়ে রাখতেই ভাললাগে!

সেই মানুষটা হয়তো আপনার ব্লকলিস্টে আছে-
কিন্তু মনের মাঝে তার জায়গাটা কিন্তু ঠিকই সবার উপরে!
যে মানুষটাকে দেখতে চাননা বলে দূরে সরে আছেন,
সেই মানুষটার ছবি দিয়েই হয়তো আপনার ফোন গ্যালারি ভর্তি!
তার নামটা শুনতে চান না একদমই,
অথচ তার নামেই আপনার ল্যাপটপ মোবাইলের পাসওয়ার্ড!
যাকে চিৎকার করে বলতে চান,
'' আই হেট ইউ ''
তাকেই মনে মনে হয়তো সবার থেকে আজো অনেক বেশি ভালবাসেন!
তার ম্যসেজ এলে হয়তো রাগে ফুলে উঠেন,
অথচ প্রতিদিনই মোবাইলটা হাতে নেন যদি ওর একটা ম্যাসেজ আসতো!
রাতে না ঘুমিয়ে জেগে থাকেন তাকে স্বপ্নে দেখার ভয়ে,
অথচ আকাশের দিকে তাকিয়ে প্রায়েই ভাবেন,
''ইশ,ও যদি এখন পাশে থাকতো!
কি অদ্ভুত আমরা তাই না ?
আসলে ভালবাসা পুরোপুরি কখনোই হারিয়ে যায় না,
আবার চিৎকার করে বলাও হয় না!!
কিছু ভালবাসা বুকের মাঝে চেপে রাখতেই হয়তো ভাল লাগে..😊

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...