রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ভালোবাসাগুলো নির্জিব তোমাকে ছাড়া-

বিরান পথে একলা হেটে যাই,
হঠাৎ করেই মরুভুমির মাঝে গজিয়ে উঠা ক্যাক্টাসের বেগুনী ফুল দেখে
মনে হয় তোমাকে বড় দরকার।
কতদুর তুমি; তোমাকে ভাবতেই
ছুয়ে দেয়ার তৃষ্ণাটা বেড়েই যায়।
ঘুম ভেংগে চায়ের কাপটা হাতে নিতেই মনে হয় এই মূহুর্তে তোমাকে প্রয়োজন- অন্তহীন পথের যাত্রায় ক্ষয়ে যাওয়া জুতো জোড়া হাতে তুলে
সমুদ্র জলে পা ডুবাই।
চারপাশে সব হাসিখুশী প্রাণের মেলা আমার সব মুগ্ধতায় তোমাকে প্রয়োজনের চেয়েও বেশী করে চাই।
তুমি দুর প্রবাসে, তোমাকে বড় দরকার-
দেখা হবে হবে করেও আমাদের আজো দেখা হয়নি!
অথচ ঘুমালেই তোমার দুটি হাত
জড়িয়ে থাকার স্বপ্নটা তাড়া করে।
দেখা হয়নি কখনো তারপরও  স্বপ্নের মাঝে তোমার সাথে কাটানো মুহুর্তগুলো স্থির ছবি হয়ে ভেসে থাকে।
চোখ ভরতি জলে ঘুম ভাংগে প্রতি প্রভাতেই।
রাতের পর রাত আমি জেগে থাকি তুমিহীনতার অস্থিরতায়।
হাজার মাইল দুরুত্বে
তোমার কন্ঠ ভেসে আসে মিনিট সেকেন্ড অথবা আধ মূহুর্তের জন্য।
আজন্ম তৃষ্ণা আমার বেড়েই চলে।
মুঠোফোনে কথা বললেই কি কষ্টগুলো দুরে সরে!
কষ্টগুলো হারায় না,
রাতের অন্ধকারের কালো মেঘেও কষ্টগুলো চুপটি করে হৃদয়ের দরজায়
কড়া নাড়ে।
ভালোবাসাগুলো নির্জিব তোমাকে ছাড়া। তাইতো খুজে বেড়াই পথের পর পথ হারিয়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...