সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

নস্টালজি।

আমার ইচ্ছে করে-
চলে যেতে সেই কৈশোরে,
যেখানে ব্যস্ততা নেই,
যেখানে সবুজ মন ছুটে চলে
দুরন্ত গতিতে।।

ইচ্ছে করে-
রাত আটটা বাজতেই যেনো
চোখে ঘুম চলে আসে,
ইচ্ছে করে ভোর হতেই যেনো
ঘুম ভেঙ্গে যায়।।

ইচ্ছে করে-
আগের মতন এতোসব জ্বালার বাইরে-
কেবল মা কিংবা বাবার  বকুনির ভয়টাই যেনো থাকে বুকের ভেতরে।

এই যে এক জীবন!
যেখানে সবকিছুর মানে পালিয়ে যাওয়া
সেখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে; মনে হচ্ছে কাউকে যেনো কিছু না বলে চলে যাই কৈশোরে।

আচ্ছা একেই কি নষ্টালজিয়া বলে?
-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...