মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

সবি বদলে যায়। -আখতার ফারুক।

সবি বদলে যায়।
-আখতার ফারুক।
--------------------
পালটে গেছে তোমার হাসি,
অনেক চেনা মন।
পালটে গেছে নতুন করে
পুরনো প্রয়োজন।
পালটে গেছে গল্প তোমার,
প্রেমের পদ্যটাই,
দেখতে দেখতে আসলেই
সবই বদলে যায়!
পালটে গেছে হিসেব-নিকেশ,
নিপূন শৌখিনতা,
এখন তোমার দৃশ্যপটে,
বন্দি মুখরতা।
সুখের মাঝে ভুলে গেছো
চেনা দুঃখটাই
দেখতে দেখতে আসলেই,
;সবই বদলে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...