রাত বাড়লেই দিনকে
অর্ধহাজার পৃথিবী দূরে মনে হয়...
জানালার ফাঁকে গলে
একমুঠো সোঁদা ঘ্রাণ!
কম্বলের ভাজে খোঁজি
তোমার শরীরের গন্ধ!
কপাল-চোখ-ঠোট সবি দিশেহারা
তোমার ছোঁয়ার অপেক্ষায়!
কতশত কল্পনার জাল বুনে যাই
তোমায় বলব বলে -
পাঁজরের ফাঁকে এলোপাথাড়ি আসন পেতে বসে কত স্বপ্ন!
দিন-রাতের পাঠ চুকিয়ে দিয়ে অপেক্ষার দহনে পুড়তে থাকি ......
প্রিয়তমা,
তোমার শহর আর কতদূর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন