মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

কলিযুগের কবিতা।

প্রিয়তমা,
বড় আকাল এখন
পাপের নেশায় ঈশ্বর করেছে
শয়তানের সাথে শান্তিচুক্তি
শয়তান-ঈশ্বরের যৌথ দল আজ
অসহায় মানবতার মুখোমুখি ।
একাকি পরস্ত্রীর সাথে রাত কাটিয়ে
বড় সহজেই বলে ফেলি-
তোমাকে “স্বপ্নে কাল- তোমাকে দেখেছি।”
তুমিও পরপুরুষের কাছে
দেহ দিয়ে এসে বলো-
“দেখো তোমার জন্য সেজে এসেছি ।
বড় আকাল আজ প্রিয়তমা,
প্রিয়তমা শব্দটার ভিতরেই ঢুকে গেছে
পতিতালয়ের নষ্ট ঘ্রাণ।
ঈশ্বর আর শয়তান মানেই হলো
একটা রাজনৈতিকঐক্যজোট ।
(ঈশ্বর- রাজা, সৃষ্টিকর্তা নয়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...