সোমবার, ৭ আগস্ট, ২০১৭

বন্ধু

বন্ধু সে নয়
যে তোমাকে gift দেয়।
বন্ধু হল সে,
যে তোমার টি শার্ট টি নিয়ে
আর ফেরত দেয় না।
বন্ধু সে নয়,
যে তোমাকে invite করে।
বন্ধু হল সে,
যে তোমার বাড়িতে এসে বলবে
কি রান্না হয়েছে খেতে দে।
বন্ধু সে নয়,
যে তোমাকে phone
করে দেখা করতে বলে।
বন্ধু হল সে,
যে তোমার বাসার সামনে এসে বলবে কই দোস্ত? বের হ সামনে!
বন্ধু সে নয়,
যে তোমার মৃত্যুর পর
তোমায় ভুলে যাবে।
বন্ধু হল সে,
যে তোমার কবরের
পাশে গিয়ে কাদঁবে এবং বলবে
এই নে তোর টি_শার্ট-
আর ফিরিয়ে দে
আমার বন্ধুত্ব।
বিশ্ব বন্ধু দিবসে সকল বন্ধুদের
অনেক অনেক ভালবাসা।।
তোদের খুব মিস করি----
যে যেখানে থাকিস্
ভাল থাকিস্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...