তোমাকে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে দেয়া হলো। তোমার জানা যত সূত্র আছে, সকল সূত্র প্রয়োগ করে বারংবার চেষ্টা করার পরেও দেখলে অংকটা মিলছে না। তুমি হতাশ হতে শুরু করলে। ভাবলে... "এই অংকের কোন সমাধানই নেই বোধহয়!" -কিন্তু এদিকে অংকটা না মেলাতে পারলেও বিপদ। কিন্তু তুমি তোমার টিচারের কাছে যাও। দেখবে তোমার জানার বাইরের কোন এক সূত্র দিয়ে সেই টিচার খুব সহজেই অংকটা মিলিয়ে ফেলবে যা তুমি ভাবতেও পারনি।
তোমার জীবনেও এমন অনেকক সমস্যা আসবে যার সমাধান তুমি নিজে সমাধান করার চেষ্টা করবে বারংবার। কিন্তু তুমি ব্যর্থ হবে। যেহেতু জীবন সংক্রান্ত সমস্যা, সেহেতু তোমাকে সমাধান করতেই হবে; কিন্তু তুমি সেটা পারছো না
তুমি হতাশ হবে। ম্যাথের জন্য বিভিন্ন 'ম্যাথ টিচিং হোম'এর নামকরা এক্সপার্ট টিচাররা তোমার ম্যাথেটিকাল সমস্যার সমাধানের জন্য অপেক্ষা করবে। কিন্তু পৃথিবীতে কোন 'লাইফ টিচিং হোম' নেই।
তবুও বিশ্বাস করো, তোমার সেই সমস্যার সমাধানেরও সূত্র আছে। সূত্রটা হয়ত তোমার জানা নেই; কিন্তু সমাধান আছেই। যেটার সমাধানের অভাবে, তুমি আজ স্লিপিং পিলস্, ড্রাগ, বাউন্ডুলে লাইফ স্টাইলকে বেছে নিচ্ছো, জেনে রেখো- কোন একজনের কাছে তোমার এই সমস্যার সমাধানটা বাম হাতের ময়লা মাত্র!
সো... ডোন্ট ফিল ওনসেল্ফ বিয়িং চেইকমেটেড। শুধু সাহসিকতা নিয়ে ধৈর্য্য ধরো। হঠাৎ করে কেউ তোমার পাশে এসে, ঘোড়ার একটা আড়াই চাল দিয়ে উলটো প্রতিপক্ষকেই চেইকমেট করে দেবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন