শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

সে নেই-

আমার প্রতি যার নিরব অভিশাপ বিদ্যমান তার জন্য আমি মনে মনে প্রার্থনা করি।
উত্তরের বাতাসে মেলে  ধরি ভুলের সংবিধান,
সময়ের দেয়ালে টাঙিয়ে রাখি শূন্যের মানচিত্র।
চোখের ভিতর লুকিয়ে রেখেছি ঢেউ ও নদীর গল্প,
আর তার জন্য বুকের মাঝারে জ্বেলে রেখেছি মঙ্গল প্রদিপ......

কাল্পনিক কথোপকথনে সে আমাকে যতই অপমানিত করুক না কেন,
আমি জানি- তার গভীরে মন ও মোহের বিবাদ আছে।
অযোগ্যতার অজুহাতে আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি,
বলেছি ঝড়ের কথা,
প্রজাপতি আর রাত জাগা পাখির কথা,
মধ্যবিত্তের অপারগতার কথা
সে শুনতে চায়নি.......

আমি আজও উল্টো পথে হাঁটি,
মধ্যবিত্ত শরীর নিয়ে ঘুম ও খুনের ব্যবধান খুঁজি।
যা পাইনি তার যোগ্য আমি নই,
তবু যাতনার দাহে জ্বলছে আমার ভিতর-বাহির।
অনুভূতিহীন বোধের প্লাটফর্মে দাঁড়িয়ে আমি তাকে হাতড়ে বেড়াই,
সে নেই,
কোথাও সে নেই,
আমার কিছু নেই......
------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...