রবিবার, ৬ আগস্ট, ২০১৭

পাদ সমাচার!

পাকস্থলীতে লুকিয়ে থাকা দুষ্ট বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ হতে নির্গত হয়, তাকে পাদ বলে। পাদ হচ্ছে, মানব জাতির জন্য অতিব জরুরী একটা সুস্থ থাকার পন্থা...

পৃথিবীতে সভ্যতার ইতিহাসে এমন কোনো বাপের ব্যাটা কিংবা বেটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি, যে পাদ দেয় না!!!  পাদ সবাই-ই দেয়...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা থেকে শুরু করে, রাণী এলিজাবেথ, বিখ্যাত নায়িকা এমা ওয়াটসন, কিংবা সালমা হায়েক, নায়ক ব্রাড পিট থেকে এঞ্জেলিনা জোলি... সবাই- ই!!!

পাদ গবেষক/বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণ চার প্রকার।
যথাঃ
১. ঠাস পাদ,
২. ফুস পাদ,
৩.কুইয়া পাদ ও
৪.ঝোল পাদ

#১ ঠাস পাদঃ যে পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে, সেটাই হচ্ছে ঠাস পাদ। এসব পাদগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগ সময়ই
মানুষকে বিনোদিত করে। তেমন বেশী দূর্গন্ধ ছড়ায় না। বরং যে পাদ দেয় তার জন্য বিশেষ উপকারি ও শান্তিদায়ক।

#২ ফুস পাদঃ যে পাদ নিজেকে মুক্ত
করার জন্য পায়ু পথের কাছাকাছি এসে আকুপাকু করে শব্দ ছারা বের হয় তাকে ফুস পাদ বলে। এসব পাদের কোনো অস্তিত্ব নেই। ঘ্রাণ শুকে এদের অস্তিত্ব অনুভব করা যায়। এধরনের পাদগুলো সাধারণত পরিবেশ
দুষণ করে থাকে। মানুষের নাকের সাথে সাথে মনকেও কষ্ট দিয়ে থাকে।

#৩ কুইয়া পাদঃ এটার অপর নাম চুরাপাদ। এটা লম্বা সময় ধরে পায়খানা আটকে রাখার পরের পাদ। হিরোশিমার বোমার চাইতে ভয়ংকর এই পাদ। মানুষের ভীড়ে এটা দিয়ে ধরা খেলে খুনের মামলার আসামী হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

#৪ ঝোল পাদঃ সাধারনত ডায়রিয়ার সময় এই পাদ হয়। চলাফিরার মূহুর্তে এপাদ দেয়া খুবি ঝুকিপূর্ণ।
যেকোনো সময়ে হলুদ ঝোলে প্যান্ট/লুঙ্গি মাখামাখি হয়ে যেতে পারে। এর শব্দ সাধারণত 'ফেড়ফেড়'  'ভ্যাড়ভ্যাড়' টু--টু--চচচচচচ হয়ে থাকে।

মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম।
পাদ দিতে না পারলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যেতো। আর তখন মানুষ মহাশুন্যে উড়ে যেতো।

আসুন আমরা পাদ কে জাতীয় বায়ু হিসেবে ভুষিত করি।

পুরনো বছরের সব খারাপ স্মৃতিগুলো পাদের সাথে বের করে দেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...