রবিবার, ৬ আগস্ট, ২০১৭

সম্প্রতি ছ্যাঁকা খাওয়া বন্ধুকে সমবেদনা জানিয়ে পত্র


প্রিয় মজনু,
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিস। গতকাল ফেসবুকের পোস্ট মারফত তোর প্রেমিকাবিয়োগের মর্মান্তিক খবর শুনে খুবই আহত হয়েছি। এত তাড়াতাড়ি যে তোর ব্রেকআপ হবে, সেটা কে ভেবেছিল! জানি, এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। কিন্তু প্রেমিকমাত্রই ছ্যাঁকা খেতে হবে—এই চিরন্তন সত্য তো আমাদের মেনে নিতেই হবে! তাই ব্রেকআপের কারণে ভেঙে খান খান না হয়ে মনটাকে শক্ত কর। একজন গেলে আরেকজন আসবে—এটাই তো জীবনের নিয়ম! সুতরাং, নতুন উদ্যমে সবকিছু আবার শুরু কর। আমি নিশ্চিত, শিগগির এই শোক কাটিয়ে তুই নতুন প্রেম শুরু করতে পারবি! এটুকু বিশ্বাস আমার আছে!
তোর শোকসন্তপ্ত মনের প্রতি ব্যাপক সমবেদনা জানিয়ে শেষ করছি। ভালো থাকিস।
ইতি
বদিরুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...