বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

প্রেমহীনা

তোমার একটিমাত্র জীবন
যদি প্রেমহীন থেকে যায়,
শর্তহীন দলিলে যদি কোন
বিবাদীর নাম লেখা না থাকে,
অনাবিষ্কৃত ভালোলাগা যদি তোমার 
ঠোঁটের আঙ্গিনায় বিরহ না জাগায়,
একটিমাত্র জীবনে তুমি যদি
কলঙ্ক এর সুখই না পেলে -
তবে তুমি... তবে তুমি-
আমার কবিতা পড়ো না….!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...