শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

ভালবাসা আজ-

ভালবাসা  আজ
ফেসবুকের লাইকে,
ভালোবাসা আজ
বন্ধু সহযোগ বাইকে।।

ভালোবাসা আজ
হাতে হাত রাখা পার্কে,
ভালোবাসা আজ
Apps বলে দেয় কার কে।।

ভালোবাসা আজ
সাজানো গোছানো টুইট,
ভালোবাসা আজ
কমেন্টস কার কতো সুইট।।

ভালোবাসা আজ
চ্যাট বক্সে গ্রীন,
ভালোবাসা আজ
Whatsapp এ লগইন।।
--------------------++++--------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...