ভালবাসা হলো একরাশ মুগ্ধতা। যা আসলে কোন নির্দিষ্ট অর্থ বহন করে না। ভালবাসা মানে ভোগ আবার ভালবাসা মানে ত্যাগ, sacrifice। দুর থেকেও ভালবাসা হয় আবার কাছ থেকেও ...।। সর্বোপরি ভালবাসা হলো constant বা ধ্রুবক।
স্বার্থ ত্যাগ করে অন্তরের সবটুকু সুখ দান করে দিয়ে বিপরিতের (ভালবাসার মানুষটির) সবটুকু কষ্ট নিরবে বয়ে চলাকে ভালবাসা বলে।
আমার কাছে ভালবাসা মানে এক অসাধারন অনুভুতি, তা দুঃখের হউক অথবা সুখের, আমরা সযত্নে তা আগলে রাখি সারা জীবন।
অামার কাছে ভালোবাসা হল একটুখানি ত্যাগ , একটুখানি খুশি রাখা , একটুখানি অাবেগ। সব মিলিয়ে যদি বলি, ভালোবাসার এই পবিত্রতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে স্বর্গীয় অাবেগের ব্যাপারগুলো পঙ্কিলতায় পূর্ণ হচ্ছে। ভালোবাসা অাবার একটা অসাধারণ ফাঁদ! কেউ সেখানে পড়লে ছাড়ানো দুঃসাধ্য!
ভালবাসা হচ্ছে মরুভূমির মরিচীকার মত যা দূর থেকেই চিকচিক করে আকর্ষণ করে কিন্তু নিকটবর্তী হলেই বাস্তবতা বুঝে। ভালবাসা মানুষের জীবনকে গতিময় করে রোমান্টিক করে আবার ভালবাসায় প্রতারিত হয়ে মানুষের ভবিষ্যত নষ্ট করে দেয়। ভালবাসা হচ্ছে দিল্লিকালাড্ডু যা খাইলেইও পস্তাতে হয় আর না খাইলেইও পস্তাতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, ভালবাসার মর্যাদা রক্ষা করাটা অতীব জরুরী।
ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা
কারো জন্যো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা। কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা।
কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা।
কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা। কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা। কারো চোখের কোনে দু ফোঁটা জল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা। কার কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা। (এ ভালোবাসাটা শুধুমাত্র একান্তই স্বপ্নের/মনের মানুষটির প্রতি।মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা এগুলো এর মাঝে লেখা হয়নি। )
Amr kase valobasha mani jannat. Like heaven..... valo basha amon ekta jinish jeta allahr torof theke ashe... hum ami jani nowadays love mani sudu chele meyer 2/3 din er time pass.... bt amr kase er mullo onk
ღমা-বাবাღ আমাদের দেখবার অনেক আগেই থেকেই আমাদের অনেক বেশি ভালবাসে, আর এটাই হল প্ৰকৃত ভালবাসা৷
ভালোবাসা মানে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে অন্যের জন্য সুখময় ভবিষ্যৎ তৈরি করে দেয়া।
ভালবাসা হল ভাল বাসা..যার ভাড়া অনেক বেশি হয়,বাড়িওয়ালার পার্ট ও বেশি হয়। অন্যভাবে বললে, ভালবাসা (প্রেম-পিরিতি) হল উন্নত প্রজাতির ঘাস,যা জন্মানোর কিছুদিন পরেই গরুতে খেয়ে যায়,আর প্রেমিকের আইক্কাওয়ালা বাশ উপহার হিসাবে দিয়ে যায়। এর প্রধান পার্শপ্রতিক্রিয়া হল, প্রেমিকের মানিব্যাগ পেয়াজের মত হয়ে যায়, যা খুললেই চোখে পানি আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন