সোমবার, ৬ মার্চ, ২০১৭

আংকেলের ছড়াছড়ি!

মামাও আংকেল,
চাচাও আংকেল,
খালু-ফুফা তাও?
তার চেয়ে ভালো
পৃথক করে নাও।
মামাকে তাই এখন থেকে
ডাকতে পার মাংকেল!
মামা যদি মাংকেল হয়
চাচা তবে চাংকেল!
এমনিভাবেই ডাকতে পার
খালুকে আজ খাংকেল!
খালু যদি খাংকেল হয়
ফুফা তবে ফাংকেল!

লাগলো কেমন?
ভালো লাগেনি?
তবে তোমরা শোনো-
বাংলা ভাষার নেই তুলনা কোন।
চিনতে তবে সহজ হবে ইংরেজিটা রাখো
আংকেল নয়, তবে
মামা-চাচা খালু-ফুফা সবাই ডাকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...