সোমবার, ৬ মার্চ, ২০১৭

অদৃশ্য মানবী!

তারারা আছে,
বিষণ্ণ রাত আছে,
হঠাৎ কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি।
অদৃশ্য তুমি আরো
কাছে এসেছ আমার!
হাত বাড়ালেই চলে যাও দূরে!
অদৃশ্য তোমাকে কি ছোঁয়া যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...