সোমবার, ২৭ মার্চ, ২০১৭

ক্ষমা করো;

হয়তো তুমি আমাকে ভুলে যাবে ভুলে যাবে সেই সোনালী প্রহরের আবেগঘন স্মৃতিগুলি। যা তুমি আমি সাজিয়েছিলাম একান্তই নিজের মতো করে। হয়তো তোমার হৃদয়ের বারান্দাতে অপেক্ষমান দেখবে না সেই চিরচেনা আমাকে। হৃদয়ের দরজাতে আর কড়া নেড়ে বলা হবেনা "আজো ভালোবাসি তোমাকে"! হয়তো পাতাগুলি আলতো করে একের পর এক ডান থেকে বামে যাবে। হৃদয়ের ঘুমন্ত ক্ষতগুলি জাগ্রত হবে, সমানুপাতিক হারে জমাট বেদনাতে রক্তক্ষরণ হবে, জরুরী কোন এক সীমান্তে এসে থমকে দাঁড়াবে সকল অনুভূতি। সেখানে দেখব তুমি নেই; আর আছে বিস্তৃত সাদা মাঠ আর বুক ভরা হাহাকার। মনকে কি বলে সান্ত্বনা দেব ভেবেই পাই না! তবুও দোয়া করি ভাল থেকো। ক্ষমা করো- যদি তোমাকে ভালবেসে ভুল করে থাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...