শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

ভালবাসি তোমায়, শুধু তোমায়।

কি অদ্ভূত তুমি!
ব্যাথা দিয়ে বল, ব্যাথা পেয়েছ?
হাসিয়ে বল, হাসসো কেন?
আমি কিছুই বলি না-
শুধু তোমার চোখে চোখ রেখে বলি- ও কিছু না।।

কি উন্মাদ তুমি!
আমায় কাছে টেনে বলো- কাছে এসো না।
প্রশ্ন করে বলো- কথা বলো না।
পাশে বসে বলো- দূরে যাও না।
হাত ছোয়ে বলো- এসব কি?
হাসতে হাসতে বলো- কী বিশ্রী তুমি!
শুধু তোমার চোখে চোখ রেখে বলি- ও কিছু না।।

কি আনমনা তুমি!
হাতে ঘড়ি নিয়ে বলো- কয়টা বাজে?
ফুলে নাক শুকে বলো- ফুল ভাল না।
কাধে কাধ রেখে বলো- তুমি ভাল না।
ঘুম ঘুম চোখে বলো- ঘুম আসে না।
নির্বাক আমি কিছুই বলি না।
শুধু তোমার চোখে চোখ রেখে,
ফিস ফিস করে শিশিরের শব্দের মতো বলি-
ভালবাসি তোমায়, শুধু তোমায়।।
----------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...