বুধবার, ১৫ মার্চ, ২০১৭

বাস্তবতা।

রঙিন কাগজের নৌকা
দেখতে অনেক অনেক
সুন্দর হয়, কিন্তু পানিতে
ভাসালে তা ভিজে ডুবে যায়।
তেমনি আবেগ যতই রঙিন ও
মধুর হোক না কেন-
বাস্তবতার সামনে সেটা
বেশীরভাগ ক্ষেত্রেই বিলীন
হয়ে যায়। বাস্তবতা অনেক
কঠিন সত্য!!!
তারপর ও মানুষ এগিয়ে যায়-----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...