বুধবার, ১৯ জুলাই, ২০১৭

বাবা তোমাকে খুব মিস করি।

কলেজ লাইফে একবার স্যান্ডেল কেনার জন্য বাবার কাছে ১৫০০ টাকা চেয়েছিলাম। অনেকগুলো কথা বলেছিল বাবা, আমাদের জামানায় আমরা এই করছি, খালি পায়ে স্কুলে গেছি, বাবার টাকায় খাও এজন্যে গায়ে লাগেনা, নিজে ইনকাম করবি যখন তখন বুঝবি। আমি মুখের উপর কিছু বলিনি, আব্বুকে একটু ভয় ই পেতাম, তবে মনে মনে খুব রাগ হচ্ছিল। মাত্র ১৫০০ টাকার জন্যে এতগুলো কথা শোনা লাগে? ইচ্ছে হচ্ছিল বাসা থেকেই চলে যাই। তবে বকাবকি শেষে ঠিক ই মানিব্যাগ থেকে টাকা বের করে হাতে ধরিয়ে বলেছিলেন, ভালো দেখে কিনিস, স্যান্ডেলের টাকা আবার ফোনে ভরিস না....

মাস্টার্সে ভর্তি হবার পর সেই ১৫০০ টাকার জন্যেই সপ্তাহে ৪ দিন খেয়ে না খেয়ে স্টুডেন্টের বাসায় ছুটতে হয়, মাঝে মাঝে রাতের ঘুম নষ্ট করে নোট ও বানিয়ে দেয়া লাগে। তখন বাবার ওই কথা গুলোই মনে পড়ে বারবার, আর কতটা কষ্ট করার পর টাকা টা আসে এটাও বুঝতে পারি। তখন আপনা আপনি শ্রদ্ধায় মাথা টা নিচু হয়ে যায়। আর মানুষটার জন্যে কিছু করতে ইচ্ছে করে।
আজ যদি আমাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবথেকে সহজ কাজ কি? তবে আমি নির্দিধায় বলব, বাপের টাকা ওড়ানো। আসলেই বাবার পরিশ্রমের টাকা ওড়ানো টাই সবথেকে সহজ কাজ, তবে সেই ওড়ানো টাকা নিজে ইনকাম করে বাবার পকেটে ফেরত পাঠানো টা কঠিন, অনেক বেশি কঠিন....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...