বুধবার, ১৯ জুলাই, ২০১৭

অ-সভ্য!

সভ্যতা এখন লুটোপুটি খায় মৃত্যুপথে,
কখন কে যায়, যাচ্ছে-
কোন পথে কার সংশয় জীবন
তা এখন জোনাকির আবছায়া
আলোয় বড়ই ধূসর,
রাতের নির্জনে দুঃখগুলো
এখন শাটারের শব্দের মতোই
ককিয়ে ওঠে নীরব আর্তনাদে ।
জমিনের আঙিনায় আগাছার বাড়বাড়ন্ত
উম্মাদ শকুনেরা ছিঁড়ে খায়
শরীরের মাংস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...