তুমি পুরুষ। তোমাকে মানুষ কষ্ট দেবে, তুমি কষ্ট পাবে; ভেঙে-চুড়ে একাকার হয়ে যাবে... ছিন্ন-ভিন্ন হয়ে যাবে। আশেপাশে কাউকেই পাবে না। তবুও তোমাকে সকালের সূর্য্যটা দেখতেই হবে। তোমাকে মানুষ মারবে। তুমি মারও খাবে। কেটে-কুটে যাওয়া জায়গাগুলোতে তোমাকেই ড্রেজিং করে নিতে হবে। আবার তোমাকে পাল্টা মার দিতেও হবে!
তোমার দুই পায়ের উপর এখন তোমার নিজের শরীরের ভার নিয়ে চলো। কিন্তু কাল তোমাকে নিজের সাথে তোমার ফ্যামিলির ভার নিতে হবে। পরশু তোমাকে তোমার বউয়ের ভারটাও নিতে হবে। সেই দুই পায়েই অনেক মানুষের ভার নিয়ে তোমাকে মাইলের পর মাইল চলতে হবে। কিন্তু তবুও তোমাকে একটুও টলকানো চলবে না!
সাঁতার জানো না সত্ত্বেও কেউ তোমাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তুমি আঁকড়ে ধরার মত কিছুই পাবে না। তবুও নদীতে খাবি খাওয়ার সময়টুকুর মধ্যেই তোমাকে সাঁতার রপ্ত করে তীরে ফিরতেই হবে।
নিজের প্রচন্ড জ্বর থাকা সত্ত্বেও, মাঝরাতে নিজের অন্তঃসত্তা বউকে নিয়ে হাসপাতালে দৌড়ানোর ক্ষমতাও তোমার থাকতে হবে। একহাতে তোমাকে ক্যারিয়ার নিয়ে এগোতে হবে, আরেক হাতে প্রিয়তমাকেও সময় দিতে হবে এবং আরেক হাতেও তোমাকে করে যেতে হবে পরবর্তী দিনের কর্ম পরিকল্পনা।
সারাদিন তুমি খাটবে, আবার সারারাত তুমি কষ্টে জর্জরিত হয়ে কেঁদে বালিশ ভেজাবে। কিন্তু তবুও, না ঘুমিয়ে হলেও পরের সকালে ঠিক সময়ে তোমাকে কর্মস্থলে পৌছাতেই হবে। তোমাকে সবকিছুই পারতেই হবে এবং বিশ্বাস করো... তুমি পারবে। কারণ, তুমি পুরুষ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন