কবে ফিরবে?
---------------------
হে মনুষ্যত্ব! হে মানবতা!
তুমি ছুটি কাটিয়ে কবে ফিরবে?
নাকি হারিয়ে যাবে সাগরের অতলান্তে?
তোমাকে আজ বড্ড প্রয়োজন।
কঙ্কালসার এ মানবতাহীন সমাজ
তোমার অপেক্ষায় বসে কাঁদছে।
দু'মাসের বাচ্চা কোলে নিয়ে কাঁদছে
সকিনা বিবি যবুতবু হয়ে!
কাঁদছে প্রাণ কতো শ্রীঘরে
মা-বাবা, স্ত্রী আর অবুঝ শিশুর তরে।
কেউ মরেছে গুলিতে, কেউ হয়েছে গুম
মানবতা আজ যাদুঘরের ছবি।।
তুমি কি আসবে না?
তোমার জন্য বসে আছে এক দূঃখিনী মা!
কোকিল গান ভুলে গেছে তুমি চলে গেছ বলে!
জোসনা দিতে ভুলে গেছে চাঁদ মামা!
বাগানে সেই কবে থেকে আর ফুল ফোটে না!
সবাই আজ তোমার ফেরার অপেক্ষায়।
আমি খুবি সাধারণ একজন। ভালবাসি বই পড়তে। ভালবাসি ভ্রমণ করতে। Mobile No- 0914139916, 01614139916 afaruque.faruque@gmail.com www.facebook.com/aktar.faruque.ctg
বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
কবে ফিরবে?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একুশের আক্ষেপানুরাগ
বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...

-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে ত্রিশোত্তর যুগের কবিদের মধ্যে জীবনান্দ দাশ (১৮৯৯-১৯৫৪) সর্বশ্রেষ্ঠ। মনন, মেধায়, চিন্তা-চেতনায়, চিত্রকল্প রচনা...
-
প্রমথ চৌধুরী বলে ছিলেন, "বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে".... চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা আসলেই চিন্তা...
-
"বুঝা" এবং "বোঝা" শব্দ দুইটি নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। আমরা অনেকেই "বুঝা" এর জায়গায় "বোঝা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন