বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ক্রাইসিস!

মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা আর কিছু পারুক না পারুক , খুব সুন্দর করে গুছিয়ে নিজের স্বপ্ন গুলোকে কবর দিতে পারে । স্বপ্ন থেকে এদের দূরত্ব যোজন যোজন মাইল । মহাজাগতিক গ্রহগুলোর মত, এরা স্বপ্নের ঠিক সমান দূরত্বে থেকে আবর্তিত হয় । ক্রাইসিস নামক অধ্যায়ে এদের বিচরণ সবচেয়ে বেশি । এ অধ্যায়ের প্রতিটা পাতা নম্বর সহ প্রতিটা লাইন এরা গড় গড় করে বলে দিতে পারবে ।
এরা পারে! এদের পারতে হয়!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...