রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

মৃত্যুর গন্ধ!

এখন আমার জীবন্ত এই শরীরে
সারাক্ষণ অনুভব করি মৃত্যুর গন্ধ-
পূর্ণাঙ্গ দৃষ্টির চোখে অজস্র আঁধার
আমাকে হাতছানি দিয়ে ডাকে!
রক্তিম হৃদয়ে আজ জমেছে
ঘৃণার ধূলোবালি-
অদৃশ্য আত্মাকে খুঁজেতে
পেলাম ছাই এক মুঠো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...