সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

অপূর্ণ জীবন।

"কালের খেয়ার যাত্রী আমরা  সবাই,
একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।
চির বিচ্ছেদের সলতে
আগুনহীন পোড়া স্মৃতি হয়ে
গুটিসুটি মেরে পড়ে রয় বিরান প্রান্তরে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...