রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

সীমাহীন ভালবাসা।

সীমাশূন্য-অনিয়ন্ত্রিত ভালোবাসা..
কোটি কোটি স্বপ্ন..
লক্ষ লক্ষ অনুভূতি..
হাজার হাজার ভাবনা..
শত শত স্মৃতি..
সবই একজনকে ঘিরে..
ভাবতেই অবাক লাগে..
অবাক হবার পর ভালোও লাগে....

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

বেশ ভালই তো আছি!

আলোকিত হবার সব পথ অনির্দিষ্ট কালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে! আমরা অন্ধকারকে ভালবাসে ফেলেছি খুব বেশী, তাই অন্ধকারেই আমাদের নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছে। সব আত্মত্যাগ-  সব বিসর্জনন-  রসাতলে! জানতাম সৎ উদ্দেশ্যের কোন ত্যাগই নাকি বৃথা যায় না কিন্তু আজ বিশ্বাস করি এসবই মিথ্যা! এসবই আবেগি পাগল বৃহৎ কলিজাধারণকারীদের নিজ স্বার্থে বলি দেবার প্রয়াস মাত্র! এইতো বেশ ভাল আছি গণতন্ত্র চায়ে ভিজিয়ে চা পান করছি! সত্যিই বেশ ভালো আছি!!

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ক্রাইসিস!

মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা আর কিছু পারুক না পারুক , খুব সুন্দর করে গুছিয়ে নিজের স্বপ্ন গুলোকে কবর দিতে পারে । স্বপ্ন থেকে এদের দূরত্ব যোজন যোজন মাইল । মহাজাগতিক গ্রহগুলোর মত, এরা স্বপ্নের ঠিক সমান দূরত্বে থেকে আবর্তিত হয় । ক্রাইসিস নামক অধ্যায়ে এদের বিচরণ সবচেয়ে বেশি । এ অধ্যায়ের প্রতিটা পাতা নম্বর সহ প্রতিটা লাইন এরা গড় গড় করে বলে দিতে পারবে ।
এরা পারে! এদের পারতে হয়!!

কবে ফিরবে?

কবে ফিরবে?
---------------------
হে মনুষ্যত্ব! হে মানবতা!
তুমি ছুটি কাটিয়ে কবে ফিরবে?
নাকি হারিয়ে যাবে সাগরের অতলান্তে?
তোমাকে আজ বড্ড প্রয়োজন।
কঙ্কালসার এ মানবতাহীন সমাজ
তোমার অপেক্ষায় বসে কাঁদছে।
দু'মাসের বাচ্চা কোলে নিয়ে কাঁদছে
সকিনা বিবি যবুতবু হয়ে!
কাঁদছে প্রাণ কতো শ্রীঘরে
মা-বাবা, স্ত্রী আর অবুঝ শিশুর তরে।
কেউ মরেছে গুলিতে, কেউ হয়েছে গুম
মানবতা আজ যাদুঘরের ছবি।।
তুমি কি আসবে না?
তোমার জন্য বসে আছে এক দূঃখিনী মা!
কোকিল গান ভুলে গেছে তুমি চলে গেছ বলে!
জোসনা দিতে ভুলে গেছে চাঁদ মামা!
বাগানে সেই কবে থেকে আর ফুল ফোটে না!
সবাই আজ তোমার ফেরার অপেক্ষায়।

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

বিয়ে মানে-

বিয়ে মানে একজনপুরুষ
সারাজীবন ফাঁসিতে ঝোলানোআসামি!
যে তার অর্জিত সব ডিগ্রি
বউয়ের হাতে তুলে দেয়।
বউ সেই সবডিগ্রির জ্ঞান মোতাবেক আরো জ্ঞানীহয়ে যায়।
পুরুষটি ডিগ্রি এবংঅস্তিত্বশূন্য হয়ে ফাঁসির দড়ি গলায়ঝুলিয়ে থাকে।
হা.হা.. হা...

অপূর্ণ জীবন।

"কালের খেয়ার যাত্রী আমরা  সবাই,
একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।
চির বিচ্ছেদের সলতে
আগুনহীন পোড়া স্মৃতি হয়ে
গুটিসুটি মেরে পড়ে রয় বিরান প্রান্তরে।"

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

মৃত্যুর গন্ধ!

এখন আমার জীবন্ত এই শরীরে
সারাক্ষণ অনুভব করি মৃত্যুর গন্ধ-
পূর্ণাঙ্গ দৃষ্টির চোখে অজস্র আঁধার
আমাকে হাতছানি দিয়ে ডাকে!
রক্তিম হৃদয়ে আজ জমেছে
ঘৃণার ধূলোবালি-
অদৃশ্য আত্মাকে খুঁজেতে
পেলাম ছাই এক মুঠো!

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

তুমিই আমার সমস্ত অনুভূতি।

তুমিই আমার সমস্ত অনুভূতি।
-----------------------------------------
হৃদয়ে অনেক ভালবাসা জমা ছিল-
কেউ একজন এসে নিঃস্ব করে দিয়ে গেল;
সাথে করে ভালবাসার সাহসটুকুও নিয়ে গেল।
ভেঙ্গে দিয়ে গেল আত্নবিশ্বাস।।
তুমি এসে পূর্ণ করে দিলে আমায়;
সাহস যোগালে, দিলে আত্নবিশ্বাসী!
এখন আমি ভালবাসতে পারি!
তুমি জানতে চেয়েছিলে-
"তোমাকে ভালবাসি কিনা?"
অদ্ভুত লেগেছিল আমার!
অথচ তুমিই আমার সমস্ত অনুভূতি!

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...