সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

'আর' শব্দের বৈচিত্র্যময় অর্থের দ্যোতনা :

‘আর’ একটি বৈচিত্র্যময় পদ। সংস্কৃত অপর শব্দ থেকে এর উদ্ভব। বাক্যে ‘আর’ শব্দটি অব্যয়, বিশেষণ, ক্রিয়া-বিশেষণ এবং সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ-সহ ‘আর’ শব্দের আর অর্থ নিচে দেওয়া হলো।

(ক)অব্যয়
১. আর (এবং) : তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর।
২. আর (ও) : হাসি আর গানে ভরে তুলব।
৩. আর (অথবা) : মারো আর কাটো ভালোবাসা দিবসে আমি অমর একুশে গ্রন্থমেলায় যাবই।
৪. আর (তদুপরি) : আর কষ্ট দিয়ে কী লাভ।
৫. আর (এখন) : সেদিন কি আর আছে!
৬. আর ( যেন) : স্বর্গ আর কী!
৭. আর (কাজেই) : ওখানে যাওয়ার আর প্রশ্নই আসে না।
৮. আর (হতাশা অবসাদ ক্রোধ বিস্ময় বিরক্তি প্রভৃতিবোধক শব্দ) : দ্রব্যমূল্যের কথা আর বলো না।
৯. আর (অতএব) : আর যেন নেই কোনো ভাবনা ।

(খ) বিশেষণ
১০. আর (দ্বিতীয়) : এ বিষয়ে তার চেয়ে ভালো আর কেউ নেই।
১১. আর (বিগত) : আর বছর আমি দেশে ছিলাম না।
১২. আর (আগামী) : আর মাসে আমি অক্সফোর্ড যাব।
১৩. আর (অপর, অন্য) : আর কেউ যেন না আসে।
১৪. আর (অধিক, এর বেশি) : তুমি আর একটি দিন থাকো।
১৫. আর (অভিন্ন, সামান্য ব্যবধান) : উনিশ আর বিশ, একুশ টাকা দিস।

(গ) ক্রিয়া বিশেষণ
১৬. আর (দুবার, দ্বিতীয় বার) : এমন দিন আসবে না আর, হয়তো জীবনে আমার।
১৭. আর (আবার) : আর এ বিষয়ে আলাপ করা ঠিক হবে না।
১৮. আর (তদবধি) : যুদ্ধের সময় গেছে ছেলেটি আর ফেরিনি।
১৯. আর (ভবিষ্যতে) : এমন কাজ আর করো না কখনো।
২০. আর (যুগপৎ) : পড়ি আর অবাক হই, অবাক হই আর পড়ি।
২১. অর (পরপর) : যাব আর আসব।
২২. আর (পক্ষান্তরে) : সবাই কাজ করে মরছে আর তুমি বসে বসে গান শুনছ।
২৩. আর (অব্যবহিত পরেই) : আমি বের হলাম আর বৃষ্টিও পড়তে শুরু করল।

(ঘ) সর্বনাম
২৪. আর (অন্য ব্যক্তি বা বস্তু) : একে চায় অন্যে পায়, কপাল আর আর কপাল নাই।

সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...