বুধবার, ৮ জুলাই, ২০২০

দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ১৪০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য

স্পোকেন ইংলিশ শেখার জন্য দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ১৪০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য (বাংলা অর্থ সহকারে)

ভূমিকা বা আজাইরা কথাঃ
মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করার একমাত্র উপায় ভাষা। ভিন্ন ভিন্ন গোত্র, গোষ্ঠির ভাষাও ভিন্ন ভিন্ন। স্ব স্ব গোষ্ঠির মানুষ নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য তাদের মাতৃভাষা ব্যবহার করে থাকে। কিন্তু বিপত্তি বাঁধে তখনই যখন ভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে ভাব আদান প্রদান করতে হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ইংরেজিকে গ্লোবাল ল্যাংগুয়েজ করা হয়। তাই সভ্য জাতি হিসেবে ইংরেজি শেখাটা বাঞ্ছনীয়।
মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আয়ত্তে আনা চারটি খানি কথা নয়। প্রয়োজন সেই ভাষা শেখার ধৈর্য্য, সেই ভাষার প্রতি শ্রদ্ধা আর সাধনা। ইচ্ছা থাকলে তা কখনই অসম্ভব নয়।
ইংরেজি ভাষা শেখানো আমাদের জাতীয় পাঠ্যনীতির অন্তর্ভূক্ত। ইংরেজি ভাষা শেখার আদর্শ সময় হচ্ছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কিন্তু যারা আমার মতো মফস্বল শহর থেকে লেখাপড়া করেছেন, স্কুল ফাঁকি আর দুরন্তপানার যাঁতাকলে সেই সময়টাকে মধুর জলাঞ্জলী দিয়েছেন তারা ভালো করেই জানেন ইংরেজি ভীতি কী? তাদের অধিকাংশেরই শেষ পরিণতি হয় সময়ের অভাবে ভালো কোন প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শিখতে না পারাটা। যার ফলশ্রুতিতে মাশুল গুনতে হয় সারা জীবন। আর আফসোস করতে থাকেন জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য। কিন্তু তারাই হয়তো একটু দিক নির্দেশনা ও ইম্পরট্যান্ট রিসোর্স পেলে তাদের সেই ভুলগুলোকে শুধরাতে পারেন। আর পারেন মাথানত জীবনের অবসান ঘটাতে। 

1) অদ্ভুত! = Wonderful!
2) অনেক ধন্যবাদ। = Many many thanks/ Thank you very much.
3) অনেক হয়েছে। = Too much.
4) অবশ্যই। = Of course.
5) অভিনন্দন! = Congratulations!
6) অভূতপূর্ব বিজয়! = What a great victory!
7) অসম্ভব! = How absurd!
8.) আচ্ছা চলি। = Ta Ta
9) আচ্ছা, আবার দেখা হবে। = Hope to see you again.
10) আচ্ছা। = O. K.
11) আজকের মত তাহলে আসি স্যার। = Good day to you, sir.
12) আপনাকে অভিনন্দন। = You are welcome.
13) আপনাকেও/ তোমাকেও! = Same to you.
14) আপনার সুস্বাস্থ্য কামনা করি! = For you good health!
15) আপনি আগে। = After you.
16) আপনি যদি অনুমতি দেন তো বলি। = Allow me to say.
17) আপনি যদি এদিকে একটু নজর দেন। = May I have your attention please.
18) আপনি যা বলেন/ আপনার যেমন ইচ্ছে। = As you like/ As you please .
19) আবার আসবেন। = Bye-bye.
20) আমাকে করতে দিন। = Allow me….
21) আমায় জ্বালাতন করো না। = Don’t trouble/don’t tease me.
22) আমার আনন্দ। = My pleasure.
23) আমার উপর ভরসা করতে পারেন। = Rest assured.
24) আমি এই আসছি। = Just coming.
25) আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? = Let me also help you.
26) আমি কি কিছু বলতে পারি? = Will you please permit me to speak.
27) আমি জিতে গেছি! = Hurrah! I have won!
28) আমি দেরি করে ফেলেছি। = I got a little late.
29) আমি সময় মত এটা করতে পারিনি। = I couldn’t made it that day.
30) আর একবার চেষ্টা করে দেখো। = Try again.
31) আর কিছু [বলার আছে] = Anything else?
32) আর কিছুই নেই। = Nothing more.
33) আরে [তাই নাকি?] = Oh!
34) আসুন, আসুন! = Welcome!
35) আসুন, আসুন! = Welcome, Sir!
36) আস্তে আস্তে যাও। = Go slowly.
37) আল্লাহর তোমার মঙ্গল করুন! = May God bless you!
38) আল্লাহর ধন্যবাদ! = Thank God!
39) আল্লাহর অসীম কৃপা! = Thank God!
40) আল্লাহর কৃপাতে! = By God grace!
41) এ আর এমন কি। = No mention.
42) এ সবই আপনার জন্য। = It’s all yours.
43) এই দিন বার বার ফিরে আসুক! = Many happy returns of the day!
44) এই নাও। = Take it.
45) এইযে শুনুন/ শুনুন = Hello!
46) একটু আস্তে বলবেন? = Will you please speak slowly.
47) একটু তাড়াতাড়ি! = Hurry up, please!
48) একটু সরে বসবেন? = Will you please move.
49) একটুও নয়! = Not the least.
50) একটুও না। = Not a bit.
51) এখনি যাও। = Go at once.
52) এখান থেকে চলে যাও। = Go away.
53) এখানে অপেক্ষা কর। = Wait here.
54) এখানে থামো। = Stop here.
55) এটাকে ভেঙো না। = Don’t break it.
56) এদিকে এসো।= Come here.
57) এদিকে দেখো। = Look here.
58) ওপরে যাও। = Go up.
59) ওরে বাবা! = Oh dear!
60) কখনই নয়। = No, not at all,
61) কাছে এসো। = Come near.
62) কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা চাইছি। = Sorry to have disturb you.
63) কাল দেখা হবে। = See you tomorrow.
64) কি আস্পর্ধা! = How dare he!
65) কি দুঃখ! = What a pity!
66) কি বাজে বকো! = What nonsense!
67) কি বুদ্ধি! = What an idea!
68) কি ভীষণ/ কি ভয়ানক! = How terrible!
69) কি মিষ্টি! = How sweet!
70) কি লজ্জার কথা! = What a shame!
71) কি সুন্দর! = How lovely!
72) কেন হবেনা? / কেন নয়? = Why not?
73) খুব খুশির খবর! = How joyful!
74) খুব দুঃখের ব্যাপার! = How sad!
75) খুবই সুন্দর! = Excellent!
76) চুপ কর। = Keep quiet.
77) চুপ করুন! = Quiet please/ please keep quiet!
78) ছিঃ খুব পরিতাপের বিষয়! = How disgraceful!
79) ছিঃ! = How disgusting!
80) ঠিক আছে। = It’s all right.
81) ঠিক আছে। = It’s fine/ Very fine.
82) ঠিকই তো! = Yes, it is!
83) তাই নাকি! = Is it!
84) তাড়াতাড়ি কর/ চল! = Hurry up!
85) তাতে কি হয়েছে/ ঠিক আছে। = Never mind,
86) তুমি এ কথা বলার সাহস কি করে পাও! = How dare you say that!
87) তেমন/ বিশেষ কিছু নয়। = Nothing special.
88) তৈরি হয়ে নাও। = Be ready.
89) থাক থাক যথেষ্ট হয়েছে। = That’s enough.
90) থামো। = Stop.
91) দয়া করে এক গ্লাস পানি দিবে? = Give me a glass of water please/ A glass of water please.
92) দয়া করে একটা কলম দিবে? = May I have your pen please/ Your pen please.
93) দয়া করে সময় টা বলবেন? = Time please/ What is the time please?
94) দুঃখিত। = Sorry.
95) ধন্যবাদ = Thanks.
96) ন’ড়ো না। = Don’t move.
97) নিচে যাও। = Go down.
98) নিশ্চয়ই! = Of course!
99) নেমে যাও/ নামো। = Get down.
100) বলো। = Speak.
101) বাঃ বেশ। = Marvelous!
102) বাঃ সুন্দর। = Beautiful!
103) বাইরে অপেক্ষা করো। = Wait outside.
104) বিদায় প্রিয়। = Farewell, my love.
105) বিদায়! = Good bye!
106) বেশ/ খুব ভাল। = Very well.
107) ভালো করে পরিস্কার কর। = Clean properly.
108) ভুল হয়ে গেছে। = It was all by mistake.
109) ভুলো না। = Don’t forget.
110) মাফ করবেন। = Excuse me/ Please excuse me.
111) মাফ করবেন। = I beg your pardon.
112) যাই বাচ্চারা। = Good bye, children.
113) যাচ্ছি/বিদায়। = Bye, Bye.
114) যেয়ো না। = Don’t go.
115) শুভ বিকাল কন্যা। = Good afternoon, my daughter.
116) শুভ বিকাল মা। = Good afternoon, mummy.
117) শুভ রাত্রি। = Good night.
118) শুভ সকাল পুত্র। = Good morning, my son.
119) শুভ সকাল বাবা। = Good morning, dad.
120) শুভ সন্ধ্যা কাকিমা। = Good evening, aunty.
121) শুভ সন্ধ্যা। = Good evening, my child.
122) শুভ সন্ধ্যা। = Good evening, uncle.
123) শুরু করুন। = Go ahead.
124) শোন। = Listen.
125) সত্যি! = Really!
126) সব ঠিক আছে। = It’s fine.
127) সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। = Thanks for this honour
128) সর্বনাশ! = How tragic!
129) সাবধান! = Beware!
130) সাবধান। = Be careful.
131) সাবাস। = Well done!
132) সালাম/ সুপ্রভাত/ শুভরাত্রি/ শুভবিকাল। = Good mourning/ after noon/ evening/ night.
133) সুখে নিদ্রা যাও। = Sweet dreams, darling.
134) সুন্দর হয়েছ তো! = Done wonderfully!
135) সোজা চলে যাও। = Go straight.
136) হঠাৎ যে! = What a surprise!
137) হাঁ, মশাই। = Yes sir!
138) হায়! = My God!
139) হে আল্লাহ্‌! = Good Heavens!
140) হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। = Yes, by all means.ৃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...