বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নারী (এককথায় প্রকাশ)

যে নারী সুন্দরী- রমা
যে নারীর দেহ সুন্দর- অঙ্গনা
যে নারী আনন্দ দান করে- বিনোদিনী
যে নারীর বিয়ে হয়নি- কুমারী
যে নারীর বিয়ে হয় না- অনূঢ়া
যে নারীর বিয়ে হয়েছে- ঊঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া
যে নারী নিজেই নিজের বর নির্বাচন করে- স্বয়ংবরা
যে নারীর ঈর্ষা নাই- অনসূয়া
যে নারী প্রিয় বাক্য বলে- প্রিয়ংবদা
যে নারী বীর- বীরাঙ্গনা
যে নারী বার গমন করে- বারাঙ্গনা
যে নারী সাগরে বিচরণ করে- সাগরিকা
যে নারীর হাসি সুন্দর- সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত- শুচিস্মিতা
যে নারী অত্যন্ত ফর্সা- মহাশ্বেতা
যে নারী চিত্রে অর্পিতা- চিত্ৰার্পিতা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল- অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না- অসূর্যমপশ্যা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী- অঘটনঘটনপটিয়সী
যে নারী কলহপ্রিয়- খাপ্তানি
যে নারী সন্তান প্রসব করতে পারে না- বন্ধ্যা
যে নারী একবারমাত্র সন্তান প্রসব করে- কাকবন্ধ্যা
যে নারী শিশুসন্তানসহ বিধবা- বালপুত্রিকা
যে নারীর দুটিমাত্র পুত্র- দ্বিপুত্রিকা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত- বীরা
যে নারীর স্বামী ও পুত্র মৃত- অবীরা
যে নারীর পঞ্চস্বামী- পঞ্চভর্তৃকা
যে নারীর স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে- অধিবিন্না
যে নারীর সতীন নেই- নিঃসপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...