রবিবার, ১ মার্চ, ২০২০

বাঙ্গালীর ভাষা প্রীতি!

এক শিক্ষক তাঁর তিন ছাত্রের হাতে মরিচ দিয়ে বললেন, এই বিড়ালটিকে মরিচ খাওয়াও।

প্রথম ছাত্র মরিচ বিড়ালের মুখের কাছে নিয়ে গেল বিড়াল গন্ধ শুঁকেই মুখ ফিরিয়ে নিল।

দ্বিতীয় ছাত্র দুধের সাথে মরিচ মিশিয়ে দিল, বিড়াল গন্ধ পেয়ে দুধই খেলনা।

তৃতীয় ছাত্র জোর করে ধরে
বিড়ালকে মরিচ খাওয়াতে গিয়ে নখের আঁচরে আহত হল।

এবার শিক্ষক নিজের হাতে কিছু মরিচ নিয়ে বিড়ালের পেছনে ডলে দিলেন। মরিচের জ্বালা সইতে না পেরে বিড়াল নিজেই তার জিহ্বা দিয়ে মরিচ চেটে খেতে শুরু করল, আর ঘুরে ঘুরে নাচতে লাগল।

পাকিস্তান ও আমাদের সামনে দিয়ে উর্দু খাওয়াতে চেয়েছিল আমরা খাইনি, আর ইন্ডিয়া আমাদের পিছনে হিন্দী ডলে দিয়েছে,
তাঁদের ডিশ চ্যানেল দিয়ে আমরা এখন নাচি আর খাই।  সাবাস বাঙ্গালী!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...