রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ওজন কমানোর বিজ্ঞাপন! (রম্য)

খবরের কাগজের বিজ্ঞাপন: এক সপ্তাহে
পাঁচ কেজি ওজন কমান।
রতনের ওজন ১০৫ কেজি।

রতন ফোনে যোগাযোগ করল। কোকিল কন্ঠের
উত্তর এল:
ভোর পাঁচটায় স্যুট পরে রেডি থাকবেন।

ভোরে কলিং বেল বাজতেই রতন দরজা খুলে দেখল
এক সুন্দরী স্যুট পরে হাজির।

মেয়েটি বলল: আমাকে ধরতে পারলে একটা কিস ফ্রী – বলে
দৌড়তে লাগল। আর রতনও চেষ্টা করতে লাগল।

যাই হউক, এক সপ্তাহ বাদে রতন ১০০ কেজির হয়ে গেল।

এবার রতন আবার যোগাযোগ করল ১০ কেজি কমাবার জন্য।

এবার আরও সুন্দরী এক কুড়ি বছরের মেয়ে।
একই রকমভাবে এক সপ্তাহ বাদে রতনের ওজন
হল ৯০ কেজি।

এবার রতন ভাবল আর একটু ওজন কম হলেই মেয়েটিকে
ধরে ফেলতে পারবে।তাই এবার রতন ২০ কেজি কমাবার
জন্য যোগাযোগ করল।

পরদিন ভোরে দরজা খুলে রতনের প্রায় দম বন্ধ হয়ে এল।
সামনে হাজির পুরীর সমুদ্র তটের নুলিয়ার মত গায়ের
রংয়ের এক কিম্ভুৎকিমাকার ছেলে।

সে বলল: আপনি আগে দৌড়বেন আর আমি পেছনে। মনে
রাখবেন ধরতে পারলে আমি আপনাকে কিস করব!

এবার রতনের অলিম্পিক দৌড় কে দেখে ?
😂😂😂😂
Collected

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...