বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

স্বাধীনতার যুগ বলে কথা!

এক দেশে ছিল এক রাজা। তাঁর খুব প্রিয় একটা গান ছিল। গানটির নাম ‘ট্রা-লা-লা-লা’। তবে ‘ট্রু-লু-লু-লু’ নামের অন্য একটি গান তিনি সহ্যই করতে পারতেন না। যারা ‘ট্রু-লু-লু-লু’ গাইত, তাদের সবার গর্দান নেওয়ার নির্দেশ তিনি দিয়েই রেখেছিলেন।
ব্যাপারটা পছন্দ ছিল না অনেকেরই। একদিন এক লোক বিদ্রোহ ঘোষণা করলেন রাজার বিরুদ্ধে। তারপর তাঁকে গদিচ্যুত করে নিজেই আসীন হলেন সেটায়।
নতুন এই রাজা ‘ট্রু-লু-লু-লু’ গাইতে বড়ই পছন্দ করেন। গানটি এখন গাইতে পারে যে কেউ। স্বাধীনতার যুগ বলে কথা! তবে ‘ট্রা-লা-লা-লা’ গায় যারা, এখন তাদের গর্দান নেওয়া হয়।।
ভবিষ্যতে হয়তো ট্রু-লু-লু-লু গাইলে গর্দান যাওয়ার সময় আসবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...