বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

স্ত্রৈণ এর বিপরীত শব্দ!!

সৈয়দ মুজতবা আলীকে ইংরেজী সাহিত্যের এক অধ্যাপক জিজ্ঞেস করেছিলেন,

- আচ্ছা, যে পুরুষ স্ত্রীর কথামতো চলে তাকে এক কথায় ‘স্ত্রৈণ’ বলে কিন্তু যদি উল্টো হয় অর্থাৎ যে স্ত্রী স্বামীর কথায় চলে তাকে এক কথায় কী বলে?

সৈয়দ মুজতবা হেসে বলেছিলেন, এরকম স্ত্রী দুনিয়াতে নেই তাই অভিধানে শব্দও নেই!

1 টি মন্তব্য:

  1. তাহলে যে সব পুরুষ তাদের অসহায় স্ত্রীদের নির্যাতন করে, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে, সেসব পুরুষ তাদের স্ত্রীদের কথা মেনে চলে এটা বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ এটা সৈয়দ মুজতবা আলীর একটা রোমান্টিক চিন্তা।

    উত্তরমুছুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...