মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

এতো হারাই-

একটা চাওয়া পাওয়া হলে
শত চাওয়া আসে,
এত হারায় তবুও হৃদয়
পাওয়ার স্রোতে ভাসে।

নিরাশার অন্তরালে
বন্ধি এখন হিয়া,
সেখানে ও আসে আশা
নতুন বার্তা নিয়া।

ব্যর্থ পথে যাব না বলে
হাজারো করি পণ,
নতুন আশায় পড়ে আবার
ভাঙ্গে শপত মন।

এত দূঃখ কে ভুলায় আমায়
এত ব্যাথ্যা তাড়ায়,
এত আশা কে জাগায় মনে
এত সাধকে বাড়ায়?
--------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...