শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

শুধু তুমি।

সব কবিতার শেষ লাইনে তুমি,
সব গল্পের শুরুতে তুমি।
ভোরের কুয়াশায় তুমি,
বিকেলের আবছা আলোয় তুমি।
সন্ধ্যার হিমেল হাওয়ায় তুমি,
রাতের নীরবতায় তুমি,
আমার সব মৌনতায় তুমি।
আমার সমস্ত অনুভূতি জুড়ে তুমি,
গভীর রাতের শিরোনাম তুমি!
আমার সবকিছুই তুমিময়-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...