বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

গণতন্ত্র কে চায়ে ভিজিয়ে চা পান করছি!-

আলোকিত হবার সব পথ অনির্দিষ্ট কালের
জন্য সিলগালা করে দেয়া হয়েছে.....।
আমরা অন্ধকারকে ভালবাসে ফেলেছি খুব বেশী
তাই অন্ধকারেই আমাদের নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছে।
সব আত্মত্যাগ, সব বিসর্জন, রসাতলে...!
জানতাম সৎ উদ্দেশ্যের কোন ত্যাগই নাকি বৃথা যায় না
কিন্তু আজ বিশ্বাস করি এসবই মিথ্যে! এসবই আবেগি পাগল বৃহৎ কলিজাধারণকারীদের নিজ স্বার্থে বলি দেবার প্রয়াস মাত্র।
এই বেশ ভালো আছি,  গণতন্ত্র কে চায়ে ভিজিয়ে চা পান করছি!
সত্যিই বেশ ভালো আছি ...!!!!
# Aktar Faruque #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...