শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

জীবন!

যে ছেলেটা ধূমপান ছাড়া এক মূহুর্তওচলতে পারে না, সে ছেলেটাও স্ট্যটাস দেয় "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। সেও চায় অন্যরা ধূমপান না করুক।
এটা তার চাওয়া.......
-
-
যে মেয়েটা সারা বছর পাঠ্য বইটি খুলেও
দেখেনি, সেও চায় পরিক্ষায় ভালো রেজাল্ট ।
এটা তার আশা.......
-
-
যে ছেলেটা পাঁচ দিনেও পাঁচ ওয়াক্ত
নামায পড়েনা, সেও বলে-
"নামায বেহেশ্তের চাবি"।
এটা তার উপলদ্ধি.......
-
-
যে মেয়েটা নিজের সতীত্ব বহু আগেই
হারিয়েছে, সেও চায় সৎ বর।
এটা তার আকাঙ্ক্ষা.......
-
-
যে ছেলেটা নষ্টামির গুরু ছিল,
সেও চায় সৎ আদর্শবান রমনী।
এটা তার প্রত্যাশা.......
-
-
জীবনের সংজ্ঞায়নটা বড়ই অদ্ভুত!
অদ্ভুত এই জীবনটা!
গড়ে উঠে একরাশ আশা, আকাঙ্ক্ষা, চাওয়ার-পাওয়ার সমীকরণ ঘিরে।
সমীকরণ মিলে গেলে মানুষ
বুঝেনা জীবনের ওপিঠও আছে।
আর না মিললে, বুঝে নেয় এটাই বুঝি জীবনের ব্যর্থতা।
অথচ জীবনে ব্যর্থতা বলে কিছু নেই।
যা আছে তা হলো আমাদের চাওয়া
আর প্রচেষ্টার পার্থক্য.........!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...