শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

প্রকৃত ভালবাসা।

".......আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই নারী'র বাহ্যিক চকচকে, ঝকঝকে সৌন্দর্য দেখে পুলকিত হয় সেখানে কিছু পুরুষকে দেখা যায় বাহ্যিক রূপকে প্রাধান্য না দিয়ে নারীর সুপ্ত ও পবিত্র মনকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। ভালবাসা তো এইরকম ই হওয়া উচিত। আর এটাই প্রকৃত ভালবাসা যা রক্ত মাংসের শরীরকে উহ্য রেখে মনকে কেন্দ্র করে আবর্তিত হবে। এই ধরনের মন থেকে উৎসারিত ভালবাসা গুলোতে থাকে না সুন্দর অসুন্দরের ভেদাভেদ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...