বুধবার, ৭ মার্চ, ২০১৮

অপেক্ষা-

তোমার অপেক্ষায় থাকি...........
অপেক্ষার পর ও অপেক্ষা!
ফুল ফোটে আর ঝরে-
বসন্ত ও ফিরে যায়,
তবুও তোমার আসার সময় খবর নেই।
তুমি কি ঠিক করে ফেলেছ
তুমি আসবে না?
চিন্তার স্বাধীনতা সব সময় ছিল।
এসে বিড়ম্বনা পোহানোর চেয়ে
না আসা-ই ভাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...