শনিবার, ১০ মার্চ, ২০১৮

অনুভূতি.....

কষ্ট পেলে কোন সমস্যা নেই
কষ্টে বুকের ভেতরের অনুভূতিগুলো বরফ হয়ে যায়-
তারপর গভীর রাতে সেই বরফ গলে
টপ টপ করে গাল বেয়ে ঝরে পড়ে ...
শত সহস্র ফোঁটায় ফোঁটায় একদিন
পুরো বরফটা গলে যায় ...
বুকের ভেতর আর কিছু আটকে থাকে না !!

রাগ হলে কোন সমস্যা নেই
রাগ বেশিক্ষণ থাকে না-
কিছুক্ষণ চিৎকার করলেই কমে যায় ...
ঝগড়া করলেও কমে যায়....
নাহয় দুটো কাচের জিনিস ভাঙতে হয়,
রাগের আগুন বেশিক্ষণ জ্বলে না ... নিভে যায় !!

অনুভূতিহীন হয়ে গেলেই সমস্যা ...
পাথর হয়ে গেলেই সমস্যা!
কষ্টের বরফ গলে যায় ...
দুঃখের মেঘ ঝরে বৃষ্টি নামে ...
রাগের আগুন নিভে ফাগুন আসে ...
কিন্তু হৃদয়টা পাথর হয়ে গেলে-
সেই পাথরকে কিছু করা যায় না।
পাথর গলে না ...
পাথর ভাঙলেও-
টুকরো টুকরো পাথরই হয়।
একবার যে হৃদয় পাথর হয়ে গেছে,
তাকে আর আগের অবস্থায়
ফেরানো যায় না!!
-------+---------+----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...