বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

আমি ভাল অাছি।

একদিন আমি বাঁচতে চেয়েছি তোমাকে নিয়ে কিন্তু তুমি বাঁচতে দাওনি। আজ আমি মরতে চাইলে আমাকে একজন নিজের প্রাণ দিয়ে বাঁচাতে চায়। যার জীবন তুমি নষ্ট করে দিয়েছিলে, তার জীবন সে এসে সাজিয়ে দিল। যার স্বপ্ন তুমি কেড়ে নিয়েছিলে, সে এসে স্বপ্ন সাজিয়ে দিল। যে বাঁচায় আর যে বাঁচতে দেয় না তাদের মূল্যায়ন অন্তত আমার কাছে এক হতে পারে না। এখন  তুমি বুঝে নাও তাঁর আর তোমার অবস্থান আমার কাছে কী হতে পারে! আমি ভাল আছি, খুব ভাল আছি আমার বর্তমান নিয়ে। পারলে একবার এসে দেখে যেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...