"ক_এর_বাহার"
কাকলী কাকিকে কহিল,
কাকী! কলকাতায় কাকা কি কি কাজ করেন?
কাকী কহিল,
কখনো কলকাতার কোতোয়ালের কুটিরে কাজ করেন!
কখনো কলম ও কালির কাঁচামাল কিনেন!
কখনো কিতাব কেন্দ্রে কাজ করেন!
কখনো কুলির কাজ করেন!
কখনো কলার কাঁদি কিনেন,
কখনো কাঠ কেটে কাঠমিস্ত্রীর কাজ করেন, কখনো কয়লার,
কখনো কলের,
কখনো কারিগরি কারখানায় কাজ করেন! কখনো কোন কিছু করেননা!
কাকলি কহিল,
কাকী কিছু কাজের কথা কহেন;
কাকী কহিল,
কথা কহিও কম কম! কস্মিনকালেও কাউকে কোন কটু কথা কহিওনা! কখনো কপাল কুঞ্চিত করিয়া কথা কহিওনা! কোকিল কন্ঠে কথা কহিও........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন