রবিবার, ৩০ আগস্ট, ২০২০

নতুন স্বপ্ন।

অদ্ভুত কিছু ভালবাসায়
আমি তোমাকে একেঁছি,
সূর্যের লাল রঙটায় সাজিয়েছি
ভাল লাগার সব মুহূর্ত।।
মাঝে মাঝে নীল তুলির রঙে আর সবুজের খেলায় বানিয়েছি রঙধনু,
সেই রঙধনুতে এখনো লিখছি
তোমাকে নিয়ে ছন্দহীন সব কবিতা ।
গড়ছি নতুন সব স্বপ্ন-
আবারো পালাবো আমি তোমাকে নিয়ে- অনেক দূরে কোথাও অচীন কোন মায়াপুরীতে।
ভালবাসবো তোমাকে ভীষণভাবে-
একলাই আমার করে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

একুশের আক্ষেপানুরাগ

বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...