'খোদার খাসি’ - ভাবনাচিন্তাহীন।
আদিখ্যেতা’ -ন্যাকামি।
"ছকড়া নকড়া" -অবহেলা।
‘মাছরাঙার কলঙ্ক’ - অনেক অপরাধীর মধ্য কেবল একজনকে দোষী সাব্যস্ত করা।
“ক-অক্ষর গোমাংস” -অশিক্ষিত ব্যক্তি।
“বুদ্ধির ঢেঁকি” -নিরেট মূর্খ।
'ধর্মের ষাঁড়' -স্বার্থপর।
"বাঘের মাসি" -নির্ভীক।
“হাত ভারি” -কৃপণ।
“হাত জুড়ানো” -স্বস্তি লাভ করা।
"ঢাকের কাঠি" - -তোষামুদে।
"চোরের সাক্ষী গাঁট কাটা’- সামান্য কাজের সামান্য পাত্র।
‘ঊনকোটি চৌষট্টি’ -প্রায় সম্পুর্ণ।
‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’ -বাপের চেয়ে ছেলের তেজ বেশি।
'ঢাক ঢাক গুড় গুড়'-গোপন রাখার চেষ্টা
'ঢেঁকির কচকচি' -বিরক্তিকর কথা।
'ঢাকের কাঠি' -চাটুকার।
'ঢি ঢি পড়া' বকলঙ্ক প্রচার হওয়া।
'ঢাকের বাঁয়া' -অপ্রয়োজনীয়।
'ঢিমে তেতালা' -মন্থর।
'ভূশণ্ডির কাক' -দীর্ঘজীবী।
'বামনের গরু' -অল্প পারিশ্রমিকে বেশি কাজ করা।
'বার মাস ত্রিশ দিন' -প্রতিদিন।
'নোনা জল ঢোকানো' -নিজেই নিজের ক্ষতি বা বিপদ ডেকে আনা।
'আলুর দোষ' -প্রেমে নাছড়বান্ধা বা প্রেমে প্রবল আকর্ষণ।
'নেপোই মারে দই' -ধূর্ত লোকের ফলপ্রাপ্তি।
"অজগর বৃত্তি" -আলসেমি।
'ত্রিশঙ্কুদশা' -দুটানা অবস্থা।
"জুতো সেলায় থেকে চণ্ডীপাঠ" -ছোট বড় যাবতীয় কাজ করা।
'কচুবনের কালাচাঁদ' - অপদার্থ
'ভিটায় ঘুঘু চড়ানো' - সর্বস্বান্ত করা।
'তাল ঠেকা' - সগর্ব উক্তি।
'পায়াভারি' - অহংকার।
'হাতে দূর্বা গজানো' -আলসেমির লক্ষন।
'সাপের পাঁচ পা দেখা' - অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা।
'শিকায় তোলা' -মূলতবি রাখা।
'উলুখাগড়া' -তুচ্ছ ব্যক্তি।
'ঢাক গুড়গুড়' - লুকোচুরি।
'রাবণের চিতা'- চির অশান্তি।
'চাঁদের হাট' - প্রিয়জন সমাগম।
'সাক্ষী গোপাল'- নিষ্ক্রিয় দর্শক।
'চোখের বালি' - অপ্রিয় ব্যক্তি।
'দুধের মাছি' - সুসময়ের বন্ধু।
'নিরানব্বইয়ের ধাক্কা' - সঞ্চয়ের প্রবৃত্তি।
আমি খুবি সাধারণ একজন। ভালবাসি বই পড়তে। ভালবাসি ভ্রমণ করতে। Mobile No- 0914139916, 01614139916 afaruque.faruque@gmail.com www.facebook.com/aktar.faruque.ctg
রবিবার, ৩১ মে, ২০২০
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা-
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একুশের আক্ষেপানুরাগ
বেশ কয়েক বছর থেকে ২১ শে ফেব্রুয়ারির অঙ্গীকার ছিল অফিস আদালতে শতভাগ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। বিদেশী ভাষার ব্যবহার কমানো, ব্যানার, ফেস...

-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে ত্রিশোত্তর যুগের কবিদের মধ্যে জীবনান্দ দাশ (১৮৯৯-১৯৫৪) সর্বশ্রেষ্ঠ। মনন, মেধায়, চিন্তা-চেতনায়, চিত্রকল্প রচনা...
-
প্রমথ চৌধুরী বলে ছিলেন, "বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে".... চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা আসলেই চিন্তা...
-
"বুঝা" এবং "বোঝা" শব্দ দুইটি নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। আমরা অনেকেই "বুঝা" এর জায়গায় "বোঝা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন